➤কামরুল হাসান
➤গৌরীপুর প্রতিনিধি
আজ ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।
এ মহান বিজয় দিবস উপলক্ষে, দেশ ব্যাপী কর্মসূচি হিসাবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মোমেনশাহী জেলা শাখার বর্ণাঢ্য র্যালি করা হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মোমেনশাহী জেলা শাখার সফল সভাপতি মোঃ রফিকুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে বাদ জোহুর র্যালি শুরু হয়। এছাড়াও সাধারন সম্পাদক সহ থানা ও জেলার দায়িত্বশীল সদস্য বৃন্দ উপস্থীত ছিলেন।
এছাড়াও অন্যান্য অঙ্গ সংগনের দায়িত্বশীল ও সদস্যরা উপস্থীত ছিলেন
মোমেনশাহীতে বিজয় দিবসের কর্মসূচি অনুষ্ঠিত -ISCAGP NEWS
Reviewed by Codered
on
December 16, 2017
Rating:
No comments: