Seo Services

নৌকা ও হাত পাখার মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই,দৌলখাঁড় ইউনিয়ন নির্বাচন।

দৌলখাঁড় ইউনিয়ন নির্বাচনে এগিয়ে হাত পাখা । দৌলখাঁড় ইউনিয়ন নির্বাচনে সরজমিনে ভোটার দের ধারে,ধারে,এবং সার্বিক দিক ও নির্বাচনী মাঠ পর্যাবেক্ষন করে জানা যায় যে, নৌকা এবং হাত পাখার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এমনটা জানিয়াছে সংশ্লিষ্ট এলাকার ভোটার বৃন্দ। নির্বাচনের আর মাত্র ৩/৪ দিন বাকী, সময় সংক্ষিপ্ত, তাই প্রার্থীদের খাওয়াদাওয়ার সময় নেই সবাই ভোটারদের ধারেধারে ঘুরছে, এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের মন জয় করার জন্য। কৃষক আনিস মিয়া জানান প্রতীক এবং লোক হিসেবে হাত পাখা মার্কা সেরা,এম এম আব্দুর রহমান একজন সমাজসেবক তাকে ভোট দিলে এলাকাবাসী শান্তিতে থাকবে এবং এলাকার উন্নয়ন হবে। লোক হিসেবে আব্দুর রহমান কে ভোট দিবো।



দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহমান জানান উন্নয়নের প্রতীক হাত পাখা হিসেবে সবাই আমার মাঠে উঠেছে, উন্নয়নের প্রতীক হাত পাখা হিসেবে সবাই আমাকে ভোট দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। এই নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগের মনোনীত হাজি আবুল কালাম ভুঁইয়া (নৌকা), বিএনপি মনোনীত মোসারফ হোসেন (মুশু) (ধানের শীষ),চরমোনাই পীর এর প্রার্থী এম এম আব্দুর রহমান (হাত পাখা) ও শাহজাহান ভূঁইয়া (স্বতন্ত্র), মো. সেলিম (স্বতন্ত্র), গোলাম মুস্তফা (স্বতন্ত্র), জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র), আলী হোসেন (স্বতন্ত্র),



অন্যদিকে কুমিল্লা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওঃ মোঃ রাশেদুল ইসলাম রহমতপুরি বলেন এবারের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে হাত পাখার জয়ের ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। এলাকাবাসী বিপুল পরিমাণ ভোট দিয়ে এ প্রার্থীকে জয়যুক্ত করবে বলে আমি আশাবাদী। সরজমিনে দেখা যায় হাত পাখার গনসংযোগ এলাকার সাধারণ ভোটারদের সতস্পূত অংশগ্রহন দেখা যাচ্ছে । এতে হাত পাখার জয়ের সম্বাবনা আরও এক ধাপ এগিয়ে আছে বলে যানা যায়।
নৌকা ও হাত পাখার মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই,দৌলখাঁড় ইউনিয়ন নির্বাচন। নৌকা ও হাত পাখার মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই,দৌলখাঁড় ইউনিয়ন নির্বাচন। Reviewed by Unknown on December 25, 2017 Rating: 5
Seo Services
Powered by Blogger.